Dr. Neem on Daraz
Victory Day

পবিপ্রবি‍‍`তে অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহারের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


আগামী নিউজ | পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪, ০৫:৫৬ পিএম
পবিপ্রবি‍‍`তে অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহারের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

ছবি: আগামী নিউজ

পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এর প্রকৌশল বিভাগের ব্যবস্থাপনায় ও মেসার্স বিশ্বাস ফায়ার এক্সটিংগুইসার  এর সহযোগিতায় অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহারের এক প্রশিক্ষন কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় এই মহড়া অত্র বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সামনে এ মহড়া অনুষ্ঠিত হয় ।

এই প্রশিক্ষণ কর্মশালয় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্টার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সহ অনেকে। এছাড়াও উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষার কাজে জড়িত আনসার সদস্যরা পরিবহন শাখার কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। উক্ত মহড়ায় মেসার্স বিশ্বাস ফায়ার এক্সটিংগুইসার এর পক্ষ থেকে অগ্নিনির্বাপক সিলিন্ডারের  বৈশিষ্ট্য, প্রকৃতি, প্রয়োজনীয়তা এবং অগ্নিনির্বাপণে এর ব্যবহার বিধি বিষয়ক সকলের উদ্দেশ্য আলোচনা করা হয়।

সাব্বির হোসেন/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে